প্ল্যাটফর্ম কিভাবে কাজ করে
মনখুলে একটি ১০০% অ্যানোনিমাস গল্প শেয়ারিং প্ল্যাটফর্ম।
- আপনি আমাদের প্লাটফর্মে কোনোপ্রকার একাউন্ট তৈরি করা ছাড়াই আপনার নাম পরিচয় অবস্থান গোপন রেখে আপনার জীবনের গল্প প্রকাশ করতে পারেন
- গল্প সাবমিট করার পর খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের মডারেশন টিম আপনার পোষ্টকৃত গল্পটিকে রিভিউ করবে।
- আপনার শেয়ারকৃত গল্পটি যদি আমাদের প্লাটফর্মের সকল গাইডলাইন অনুসরণ করে থাকে তাহলেই কেবল সেটি আমাদের প্লাটফর্মে প্রকাশিত হবে।
- আপনার পোস্টকৃত কনটেন্ট যদি অশালীন, বিদ্বেষমূলক, সহিংস, ধর্মীয় বিদ্বেষ ছড়ানো, ব্যক্তিগত আক্রমণমূলক, বা আমাদের কমিউনিটি গাইডলাইন পরিপন্থী হয়, তাহলে আমরা চাইলেই আপনার শেয়ার করা গল্প অথবা পোল কে কিছু সময়ের জন্য স্থগিত(hold) অথবা একেবারের জন্য সরিয়ে ফেলতে পারি।
- প্রতিটি গল্পে আপনি ছবি যোগ করতে পারেন এবং অন্যরা গল্প পড়ে ভোট ও মন্তব্য দিতে পারে।
- আপনি চাইলে অ্যানোনিমাসভাবে পোল তৈরি করতে পারেন অথবা আপনার ইন্টারেস্টেড কোনো পোলে আপনার প্রতিক্রিয়া জানাতে পারেন।
আমরা কারো পরিচয় সংরক্ষণ করি না, অথবা কোনোভাবেই আপনাকে ট্র্যাক করি না - আপনি এবং আপনার শেয়ারকৃত গল্প অথবা পোল একান্তই অ্যানোনিমাস।